চিকিৎসক ফারহানা মোবিন : বন্ধুসভা বাংলাদেশের বৃহত একটি সামাজিক সংগঠন। দৈনিক প্রথম আলো নিউজ পেপার এর বৃহত্তর সামাজিক সংগঠন এই বন্ধুসভা।
পাঁচ এবং ছয় জানুয়ারী অনুষ্ঠিত হয় জাতীয় বন্ধু সমাবেশ। এতে অংশ গ্রহণ করে ১৩১ টি বন্ধুসভা।
প্রতিটি বিভাগ, জেলা পর্যায়ে দৈনিক প্রথম আলোর বন্ধুসভা রয়েছে। বন্ধুসভা সারা বছর বহুবিধ সামাজিক কাজ করে।
সারা দেশ থেকে আনুমানিক সতেরো শত ছেলে মেয়ে এক জায়গায় মিলিত হয়। সকাল নয় ঘটিকায় শুভ উদ্বোধন হয়। এর পর শুরু হয় বিবিধ আয়োজন।
জাতীয় পতাকা উত্তোলন শেষে, জাতীয় সংগীত গেয়ে শুরু হয় অনুষ্ঠান।
বিভিন্ন বন্ধুসভার অগণিত বন্ধুরা নাচ, গান, কবিতা আবৃত্তি, মুকাভিনয়, যাদু দেখানো, দেয়ালিকা, পাপেট শো সহ নানাবিধ আয়োজন উপস্থাপন করে। বক্তব্য দিয়েছন বন্ধু সমাবেশের অনেকেই।
বেলুন ফানুস উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে নতুন বছরের শুভ সূচনা করা হয়। এইবারের জাতীয় বন্ধু সমাবেশ চতুর্থ তম সমাবেশ। এইবারের সমাবেশে আনুমানিক পাঁচশত নারী বন্ধু অংশ নিয়েছে।
এই সমাবেশের স্লোগান, “মাথা তোলবার সাহস”। শিল্প সাহিত্য সংস্কৃতি ও মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে আদর্শ মানুষ গড়ে তোলাই বন্ধুসভার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয় গাজীপুর এর মৌচাকে। জাতীয় স্কাউট এর বিশাল মাঠে।