মো:আব্দুর রহমান, ফ্রান্স প্রতিনিধি: বাংলাদেশে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষ সহ প্রশাসনিক কর্মকর্তারা নিহত হওয়া এবং দেশের অরাজকতা সৃষ্টিকারীদের দেশ থেকে দমন করতে সরকারের প্রতি আহব্বান জানাতেই ফ্রান্স আওয়ামিলীগ কর্তৃক অনুষ্ঠিত হয় জঙ্গিবাদ বিরুধী সমাবেশ।
রবিবার (২-এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসের প্লাস দ্যু লা শাপেল ফ্রঁসে আভেক রাব্বানী স্কুলের সামনে এই জঙ্গিবাদ বিরুধী প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
দিলওয়ার হোসেন কয়েছের সঞ্চালনায় এবং মহসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে অনুষ্টিত হয় উক্ত সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান সেলিম, শাহজাহান রহমান, জসিম উদ্দিন ফারুক, আশরাফুল ইসলাম, আব্দুল মোতালেব, শাহনেওয়াজ রানা, যুগ্ম সম্পাদক আকরাম খান, অধ্যাপক অপু আলম, হাসান সিরাজ, মিজানুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শিলু, প্যারিস নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল খান, প্রবীণ নেতা হারুনুর রাশিদ. ফ্রান্স ছাত্র লীগ সভাপতি আশরাফুর রহমান, কামাল আহমদ, আলী আক্কাস তারিকুল ইসলাম, হাসান সিদ্দিকি, সেলিম আল দীন, ঘাতক দালাল নির্মূল কমিটি ফ্রান্সের সভাপতি বিল্লাল হুসেন জামাল প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপস্হিত ছিলেন, ইসতিয়াক বাবু, আলী আজ্জম, নিবির, শিমুল সহ আওয়ামীলিগের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা।
উপস্থিত সকলের একই দাবী ছিল, জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ দিয়ে যারা ষড়যন্ত্র করে শেখ হাসিনার উন্নয়ন আর অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তাদের খুঁজে বের করে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। বাংলাদেশে তাদের ঠাঁই হবেনা আর বাংলাদেশ কখনও পাকিস্তানে রুপান্তর হবেনা। কঠোর হস্তে জঙ্গী দমন করতে সরকারকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগনের প্রতিও আহব্বান জানানো হয়। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গী দমনের প্রতি কঠোর অবস্থানের সন্তুষ্টতা প্রকাশ করে সভার সমাপ্তি হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই