ফ্রান্সে সন্ত্রাসী হামলার শিকার হয়ে চিকিৎসাধীন আছেন একজন বাংলাদেশী প্রবাসী। হামলার শিকার রহুল আমিনের দেশের বাড়ী বাংলাদেশর সিলেট জেলার ছাতক উপজেলায়। বৃহস্পতিবার (৯ মার্চ ) রুহুল আমিনকে সার্সেল গারের পার্শবর্তী তার নিজ বাসার সামনে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায়। রহুল আমিন বাহির থেকে বাসায় ফিরলে বাসার লিফটে পূর্ব থেকে অবস্থানরত সন্ত্রাসীরা তার উপর উপর্যপুরি হামলা চালায়। বেশ কয়েকদিন যাবৎ ঐ এলাকার বাংলাদেশীদের কাছে চাঁদা দাবী করে আসছিল দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ঘটনার সময় প্রথমে রুহুল আমিনকে সন্ত্রাসীরা টাকা দেয়ার জন্য বললে রুহুল আমিন অস্বীকৃতি জানান। তারপর কিছু বুঝে উঠার আগেই রুহুল আমিনকে চারদফা গুলিকরে সন্ত্রাসীরা। তখন তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। পরে বাসার লোকজনের সহযোগিতায় এম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়। রুহুল আমিনের বাসার আরেকছেলের উপর ও হামলা চালায় সন্ত্রাসীরা, এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ঐ ছেলে হামলা থেকে রক্ষা পায়। বর্তমানে রহুল আমিন গণেশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফ্রান্সের ঐ এলাকায় সাত হাজার বাংলাদেশী অবস্থানরত আছেন। আফ্রিকান ও আরাবিক সন্ত্রাসীদের দ্বারা ঐ এলাকার বাঙ্গালীরা আতংকে জীবন যাপন করছেন।