বিশেষ প্রতিনিধি: মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফের কয়েকটি আয়াত নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ বাদী হয়ে গ্রেফতার ওই দুই যুবকসহ অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তির আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেছে। তাদেরকে শুক্রবার রাত ১টার দিকে গ্রেফতার করা।
গ্রেফতারকৃতরা হলেন— মোরলগঞ্জ পৌর শহরের সেরেস্তাদার বাড়ির স্বপন কুমার পোদ্দারের ছেলে চপল কুমার পোদ্দার (২৭) ও পৌরসভার কলেজ রোড আদর্শ পাড়ার মান্নান সিকদারের ছেলে মাঞ্জুরুল সিকদার ওরফে পলাশ (৩১)।
পুলিশের পক্ষে মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাদী হয়ে থানায় এই মামলা করেন।
তিনি জানান, গ্রেফতার চপল কুমার ও মাঞ্জুরুল সিকদারসহ অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (১), (২)/৬৬ ধারায় একটি মামলা করা হয়েছে।
এসআই তরিকুল ইসলাম জানান, গ্রেফতারদের শনিবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একই সাথে ফেসবুকের ওই ঘটনাটি কম্পিউটারে প্রিন্ট করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোরলগঞ্জ বাজারের রংধনু স্টুডিও থেকে একটি কম্পিউটার জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
মোরলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ‘গ্রেফতার ওই দুই যুবক পবিত্র কোরআনের আয়াত নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে তা ছড়িয়ে দেন। এরপর স্থানীয় বাজারের একটি স্টুডিওর কম্পিউটার থেকে তারা ওই মন্তব্য ছাপিয়ে ছড়িয়ে দিচ্ছিলেন। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।’
ওসি মো. রাশেদুল আলম আরও বলেন, ‘অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশ শুক্রবার রাতে ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদেরসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়।’
গ্রেফতার ওই দুই যুবকের বাড়িতে হামলার আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি রাশেদুল আলম।