অগ্রদৃষ্টি ডেস্ক:: ফিলিপাইনের দক্ষিণ মিনদানাও দ্বীপের জামবোয়াংগা শহরের একটি বাজারে অগ্নিকাণ্ডে শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। আগুনে আরো ১৩ জনদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট আঞ্জেলিতো কাসিমিরো জানান, বাজারের পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সমিটারে আগুন লাগে। সেখান থেকে আগুনের ফুলকি কাপড়ের স্তূপের পড়লে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কাপড়গুলো বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছিল। হতাহতরা ওই বাজারের বিক্রেতা।