“আমার প্রাণের দেশ”
||ফারহানা মোবিন||
জীবন তোমার জন্য
দেশকে ফেলে,
আপনজন দের
দূরে ঠেলে,
হলাম পরদেশী,
তবু আমি বাংলাদেশী।
আমার দেশ
মন জুড়ে তুমি,
তুমি আমার পরিচয়
আমার জন্ম ভূমি ।
এখনো গন্ধ পাই
কচি ধান,
শিরা উপশিরা তে
দেশের টান।
বুকের মাঝে
লাল সবুজ পতাকা,
চোখ জুড়ে আমার
মেঠো পথ আকা।
তুমি আমার দেশ,
আমার মাটি,
তোমার জন্য
ভালোবাসা খাটি।
জীবন তোমার জন্য
পেকে গেল কেশ,
আমার মাতৃভূমি
তুমি হও………সাবাশ বাংলাদেশ ।
” আমি হবো জয়ী “
||ফারহানা মোবিন||
মন তুমি কভু
যেও না হেরে ,
মনোবল তুমি
যেও না ছেড়ে ।
অনেক কাজ
নেই তো অবসর,
কাজ করতে চাই
হাজার বছর ।
হতাশা আমায়
দিও না কষ্ট,
মন তুমি কভু
হয় না নষ্ট ।
মন তুমি হও ,
জয়ী বার বার ,
কাজ তুমি শক্তি
তুমিই হও আমার ।