রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীন প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেছেন। স্কাউটে বিশেষ অবদানের জন্য তিনি এই পুরস্কারটি লাভ করেন। সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পুরস্কারটি তুলে দেন জেলা প্রশাসনের অতি:জেলা প্রশাসক আব্দুল জলিল।
উল্লেখ্য স্কাউটে বিশেষ অবদানের জন্য সম্প্রতি দেশের ৩২ জন প্রতিষ্ঠান প্রধানকে পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে রাঙ্গুনিয়ার সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীন ছাড়াও ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র শীল এই পুরস্কারটি লাভ করেন।