‘ প্রিয় বাংলাদেশ ‘
বাংলা আমার মায়ের ভাষা
বঙ্গ আমার দেশ,
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
বাংলা ভাষায় কথা বলি
বাংলাতে গাই গাণ,
মায়ের মূখে বাংলা শুনে
জুড়াই হৃদয় প্রাণ।
বাংলা বুলি মুখে নিয়ে
ঘুরি দেশ-বিদেশ।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
বাংলাদেশের আলো-বাতাস,
ছড়ায় শুধু পুষ্প-সুবাস
বিচিত্র রূপে আঁকা
বাংলারই আকাশ।
ষড়-ঋতুর ছকে বাঁধা
মধুর পরিবেশ।।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
কলকলিয়ে নদী গাহে
বাংলা মায়ের গাণ,
শিরশিরিয়ে বায়ু তুলে
সেই গাণেরই তান।
ছলছলিয়ে জল-রাশি
বাদ্য বাজায় বেশ।।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
মৌ-মাছিরই গুঞ্জনেতে
বাংলারই সূর শুনি,
কুকিলের কুহুতান
হৃদয়েতে বুনি।
বসন্ত বিদায়ে পাই
বৈশাখের প্রবেশ।।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
বৈশাখেরই আম-কাঠালে
মায়ের আদর পাই,
কাল-বৈশাখীর রুদ্র রূপে
সাবধান হয়ে যাই,
হাসি-কান্না রাগ-বিরাগ আর
সোহাগের এই দেশ।।
আমার হৃদয়-নভ জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।
মায়ের মুখে হাসি দেখে
মোরা সবে হাসি,
মায়ের মলিন মুখ দর্শণে
গর্জে সবে উঠি।
মায়ের শত্রু ধ্বংস করে
ফিরাই পরিবেশ।।
আমার হৃদয়-নব জুড়ে আছে
প্রিয় বাংলাদেশ।।