অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : প্রশাসনের বিভিন্ন হয়রানি বন্ধের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বন্দর ব্যবসায়ীদের উদ্যোগে বিশেষ সভা গতকাল সকাল ১১টায় বাজারের বটতলায় অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সভা একপর্যায়ে দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় সভাটি ব্যবসায়ীদের সমাবেশে পরিণত হয়।
আগৈলঝাড়া ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে প্রবীণ ব্যবসায়ী আ. মালেক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আ. রইচ সেরনিয়াবাত, মোল্লা মো. হান্নান, শাহ আলম হাওলাদার ধলা, সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী মো. মোশারফ মোল্লা, আ. ছালাম হাওলাদার, শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার, ছাত্রলীগ সহ-সভাপতি আবু সালেহ লিটন, চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, বিপুল দাস, ব্যবসায়ী ডা. বীরেন চৌধুরী, ইদ্রিস হাওলাদার, কার্তিক বেপারী, জিএম কবির, সহিদ পাইক, স্বপন বালী, আলাউদ্দিন পাইক প্রমুখ।
বক্তরা বলেন, সরকারী নিয়মনীতির বাইরে প্রশাসনের কাউকে কোন প্রকার টাকা দেয়া হবেনা। এছাড়াও প্রশাসনের বিভিন্ন হয়রানি ও প্রতিবন্ধকতা দূর করতে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বাণ জানান। সভায় ব্যবসায়ীরা আরও বলেন, সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে বিধিমোতাবেক বন্দোবস্ত ছাড়া কোন টাকা দেওয়া হবেনা। ব্যবসায়ীদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবিচার, চাঁদাবাজিসহ সকল ধরণের হয়রানি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। শীঘ্রই ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ীদের তালিকা তৈরী করে কেন্দ্রীয় ব্যবসায়ী ঐক্য পরিষদের কমিটি পুনর্গঠন করা হবে। সর্বোপরি স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ্র নিকট ব্যবসায়ীদের সকল দাবি-দাওয়া তুলে ধরার কথাও জানান ব্যবসায়ীরা।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ বলেন, সরকারী খাসজমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে ব্যবসায়ীদের নোটিশ দেয়া হয়েছিল। তারা ঈদের পরে ৭দিনের সময় নিয়েছিল। কিন্তু এখন পর্যন্তও লিজ নবায়ন না করায় তাদের ডেকে লিজের টাকা জমা দিতে বলা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের দোষ দিয়ে নিজেদের দলে লোক ভারী করতে খালের পাশের ব্যবসায়ীদের মধ্যে বিষবাষ্প ছড়াচ্ছে। কতিপয় ব্যবসায়ী নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যর্থ হয়ে এই সভা করেছে।