প্রবাসে পরবাসের অনুভূতি
সাব্বির আহমেদ
আমিতো দালানে ঘেরা জীবন চাই নি
চেয়েছিলাম ছোট্ট একটি বাড়ি,
ঘাসে জড়ানো ছোট্ট একটি মেঠোপথ
আর চারিধারে নির্মল প্রাকৃতিক ঐশ্বর্য।
আমিতো উচু দালানের ইটের ছোয়া কখনো চাই নি,
চেয়েছিলাম আমায় ঘেরা ভালোবাসার প্রাচুর্য,
আমিতো কখনো ঘর ছেড়ে দেশান্তরী হতে চাই নি,
হে নির্মম বাস্তবতা বাধ্য করেছো তুমি আমায়।
আমিতো কখনো একা হতে চাই নি,
একা জীবন এক ভয়াবহ দু:স্বপ্নের মতোন,
ঘুম থেকে জেগে উঠলেও যে দু:স্বপ্ন শেষ হয় না।
ভাবতে পারো, চারিদিকে হাজার মানুষ বাড়ি-গাড়ি,
চারিদিকে ছড়ানো ছিটানো বিত্ত-বৈভব আর ঐশ্বর্য,
অথচ তোমার কথা বলবার মানুষটুকোও নেই।
মনে হবে না যে বেচে আছো ঠিক,
অথচ ঠিকঠাক নি:শ্বাস নিতে পারছো না,
দম ফেলতে পারছো না?
আমিতো এ কঠিন একা জীবন চাইনি,
চেয়েছিলাম কিছু বন্ধুর পথ, প্রিয় কিছু মুখ
নদীর মতো বয়ে চলা জীবন, আর কিছু গান।