সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লক্ষ বাংলাদেশীর বসবাস। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী প্রবাসী আমিরাতের বিভিন্ন সরকারী, আধা সরকারী, প্রাইভেট ও সেবা সেক্টরে সুনামের সাথে কর্মরত। এর পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশী আমিরাতের নির্মাণ সেক্টর এবং শিল্প কারখানায় কঠোর পরিশ্রম করে আমিরাতের উন্নয়নে সরাসরি অবদান রাখছেন। এদের একটি অংশ স্বল্প শিক্ষিত হওয়ায় দেশটির আইন না বুঝার পাশাপাশি সচেতনতার অভাবে বিভিন্ন ছোটখাট অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যাতে বাংলাদেশের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। এবং ২0১২ সালের মধ্য আগস্ট থেকে ইউ এ ই তে বাংলাদেশের ভিসা বন্ধ থাকার এটি অন্যতম কারণ।
এ বৃহৎ জনগোষ্ঠীকে আমিরাতের আইন কানুন মেনে দেশের ইমেজ বাড়ানোর লক্ষ্যে আরব আমিরাতের একমাত্র বাংলা সাপ্তাহিক দেশের খবর সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস এবং দুবাই কনস্যুলেটের সহযোগিতায় আমিরাতে বসবাসকারী সকল প্রবাসীদেরকে সচেতন করার জন্য তিন মাসব্যাপী এক সচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার পাশাপাশি এদেশে আমাদের করণীয় নিয়ে ১০ লক্ষ কপি বুকলেট বিতরণ, সেমিনার এবং মেডিক্যাল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।আইন মানি, স্বাস্থ্য সচেতন হই, বৈধ পথে টাকা পাঠাই, সাইবার ক্রাইম রোধ করি, মাদক এবং জঙ্গিবাদকে না বলি এই ৬টি বিষয়ের উপর প্রবাসীদের প্রয়োজনীয় আইন কানুন, অপরাধ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং পরামর্শ এই বুকলেটে সন্নেবেশিত করা হয়েছে। একক প্রচেষ্টায় সংযুক্ত আমিরাত তথা জিসিসিতে এ ধরনের সমন্বিত সচেতনতামুলক প্রচারণা এই প্রথম। ফোর এক্সিস আইটি এ প্রচারনা কার্যক্রমের মুখ্য পৃষ্ঠপোষক । এ প্রচারণায় সহায়তা করেছে বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেট। এছাড়াও আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সকল প্রদেশের পুলিশ, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এন্ড এমিরাটাইজেশন, দুবাই হেলথ অথরিটি, দুবাই রোড ট্রান্সপোর্ট অথরিটি, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক ও বাংলাদেশ সমিতি ছাড়াও এ প্রচারনার সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ।
এ নিয়ে দেশের খবরের এমডি এবং প্রধান সম্পাদক এনাম পাশা বলেন, “এ ধরনের কার্যক্রম প্রবাসীদেরকে সচেতন করার পাশাপাশি আমাদের বন্ধ ভিসা চালু হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করবে।”
দেশের খবরের চেয়ারম্যান ও সিইও মসিউল আলম বলেন,” এমন একটি জনসচেতনতা মূলক কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এ ধরনের প্রচারণা অপরাধ প্রবণতা কমাতে সাহায্য করবে যা আমাদের দেশের ইমেজ বৃদ্ধিতে সহায়তা করবে।” দেশের খবরের বার্তা সম্পাদক জাহাঙ্গীর কবীর বাপপির সঞ্চালনায় এ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর শারজাহর আল বায়েতি হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুবাই জনতা ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমান, দেশের খবরের হেড অব সোশ্যাল ওয়েলফেয়ার জহিরুল ইসলাম, সংগঠক জর্জ খান, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ফারুক চৌধুরী, শিবলী আল সাদিক (এনটিভি), মাহবুব হোসেন হৃদয় ( আর টিভি) এম এ মুছা( এশিয়ান টিভি) প্রমুখ।