বিনোদন ডেস্ক : সম্প্রতি সিডি চয়েজ’র ব্যানারে প্রকাশিত হলো সেরাকণ্ঠের আশিকের গাওয়া নতুন গান ‘বৃন্দাবন’ এর লিরিক্যাল ভিডিও। অভি আকাশের সুর ও মহিদুল হাসান মন’র সংগীতে ‘যে আগুনে জ্বলে না মশাল/ জ্বলে নারে বৃন্দাবন/ সে আগুন জ্বালাইছে বন্ধে / পোঁড়াইতে আমার মন’- এমন কথার গানটি লিখেছেন এম. আই হোসেন।
স্যাড রোমাণ্টিক ধারার এই ফোক গানটি সম্পর্কে গায়ক আশিক বলেন- আমি সাধারণত গুণী বাউল সাধকদের গানগুলোই আমার মতো করে গেয়ে থাকি। তবে ভাব, ভাবনা ও গানের বক্তব্য সুন্দর হলে মৌলিক গান করার চেষ্টা করি। এম.আই হোসেন’র লেখা ‘বৃন্দাবন’ গানটি সেই ভাবনাকে ধারণ করেছে বলে আমার বিশ্বাস।
গীতিকার এম. আই হোসেন বলেন-গানটিতে মানব-মানবীর প্রেম বিরহের চিরায়ত রূপ লোকজ আঙ্গিকে তুলে ধরা চেষ্টা করেছি। কথা ও বক্তব্যের গভীরতা, সুর এবং গায়কী,সবকিছু মিলিয়ে ভাল লাগার মতো একটি গান হয়েছে বলে আমার বিশ্বাস।
সুরকার অভি আকাশ বলেন- এম. আই হোসেন’র লেখা ‘বৃন্দাবন’ গানটি সুর করতে গিয়ে বাংলার প্রখ্যাত বাউল সাধকদের বিভিন্ন গান আমাকে অনুপ্রাণিত করেছে। তবে বরাবরের মতই আমি আমার স্বাতন্ত্র্যতা বজায় রাখার চেষ্টা করেছি। আশা করি গানটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে।