এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোল থানায় ডাকাতির ঘটনায় বীরগঞ্জ আওয়ামীলীগ নেতাদের জড়িয়ে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পৌর আ’লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গতকাল সন্ধায় পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন বাবুলের সভাপতিত্বে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক (চলতি দায়িত্ব) মোঃ নুর ইসলাম, সহ-সভাপতি করিমুল হক চৌধুরী, যুবলীগ নুরিয়াস সাঈদ, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান অন্তু। পৌর আ’লীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কৃষকলীগের সভাপতি শিবলী সাদিক।
সভায় বক্তাগন বলেন, গত ২ মে ২০১১ সালে কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে ডাঃ রাজেন্দ্র নাথ দেবনাথের বাড়ীতে সাদা পোষাকে পুলিশের ডাকাতির ঘটনায় গাড়ী ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে কাহারোল থানায় ২৯/০৫/২০১১ ইং তারিখে মামলা দায়ের করেন। যার মামলা নং ৭। ঐ ঘটনায় ১৮/০৭/২০১৬ ইং তারিখে ৮৮ নং অভিযোগ পত্রে ৫৭ জনকে আসামী করে চার্জশীট দাখিল করেন পুলিশ। ৫৭ জনকে আসামীর বেশীর ভাগ আওয়ামীলীগ পরিবারের সদ্য। তবে দুঃখের বিষয় কাহারোল থানায় ডাকাতির ঘটনায় বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন বাবুল ও কৃষকলীগের সভাপতি শিবলী সাদিকের নাম চার্জসীট দেওয়ায় তারা নিন্দা জ্ঞাপন করেন এবং ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।