মৌলভীবাজার প্রতিনিধি: রাঙামাটির লংগদুর পাহাড়ি গ্রামে হামলা, হত্যা, অগ্নিসংযোগ ও পাহাড়িদের সম্পত্তি লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রগতিশীল সংগঠনগুলো।
এ সময় তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।
শনিবার বিকেল ৩ ঘটিকায় মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনগুলোর নেতা কর্মীরা মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
ছাত্রফ্রন্টের সভাপতি মিটন দেবনাথের সঞ্চালনায় ও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর জয়েস, চারণের পক্ষে বিপাশা দাস গুপ্ত, ছাত্র মৈত্রীর সহ-সভাপতি মাহমুদ এইচ খান ও ছাত্র ইউনিয়নের সরকারি কলেজ সভাপতি সুবিনয় রায় প্রমুখ।