আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত কেন্দে ৩১ অক্টোবর সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি প্রার্থী এআইএম হাছিবুর রশীদ (রুম্মান) ৯ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নুর মোহাম্মদ রাজা পেয়েছেন ৮হাজার ৭০৯ ভোট। শুরু থেকে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সক্রীয় ছিলো বলে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানান পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম। তিনি আরো বলেন, বাতিল ভোটের সংখ্যা মোট ৩০১ টি এবং ভোট কেন্দ্র আইনশৃঙ্খলা অমান্য করায় ১৮ জন কে অটক করেছে পলিশ। পরে ফলাফল ঘোষনার পর তাদের প্রত্যেককে ২০০টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান জানান, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রকার কার্যক্রম অব্যাহত ছিল এবং সুষ্ঠ্য সুন্দর এবং নিরোপেক্ষ নির্বাচন হয়েছে।