এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের পার্বতীপুরে ১নং বেলাইচন্ডী ইউনিয়নের কইপুল্কি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ২ জন মহিলাসহ ১০ জনকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ১১ টার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আমিনুর রহমান, মোঃ মফিজ, ফরিদুল ইসলাম, কুল্লুর রহমান, আনোয়ারুল ইসলাম,আমিন বাবু, নাজমুল হক ও শারমিন এবং শাকিনুর নেছা।
কইপুল্কি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, আটককৃতরা জাল ভোট দিতে আসলে তাদেরকে আটক করা হয়। এরা কেউ কইপুল্কি কেন্দ্রের ভোটার নয়। নাম ঠিকানা জিজ্ঞাবাদ করার সময় হলে তাদেরকে আটক করা হয়।
এই কেন্দ্র ২ হাজার ৭৮৫ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে ১ হাজার ৪০০ জন পুরুষ ও ১ হাজার ৩৮৫ জন মহিলা। ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন নুর মোহাম্মদ রাজা আওয়ামী লীগ (নৌকা), মোঃ হাসিবুর রশিদ রূপম বিএনপি (ধানের শীষ) এবং স্বতন্ত্র ২ প্রার্থী আব্দুর রশিদ (আনারস) ও সম্্রাট আলম (ঘোড়া)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন ও সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য চতুর্থ দফা নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।