আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটে সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় আজ ৬ দুর্বৃত্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ (মঙ্গলবার) কোলকাতা নগর দায়রা আদালতে অপরাধীদের দোষী সাব্যস্ত করা হয়।
আজ মামলার রায় দিতে গিয়ে বিচারক কুমকুম সিংহ বলেন, বৃদ্ধা সন্ন্যাসিনীর সঙ্গে যা হয়েছে তা লজ্জাজনক। কিন্তু গণধর্ষণ নয়, তাকে ধর্ষণ করা হয়েছিল। মেডিকেল রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক রিপোর্ট, সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে তিনি ওই রায় দেন। দোষীদের মধ্যে নজরুল নামে একজনকে ধর্ষণের অভিযোগে এবং অন্য ৫ দুর্বৃত্তকে ডাকাতি ও অপরাধমূলক ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২০১৫ সালের ১৪ মার্চ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের গাংনাপুর কনভেন্ট স্কুলে ঢুকে লুঠপাটের পাশাপাশি এক বৃদ্ধ সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্ত চালিয়ে সি আইডি অপরাধীদের গ্রেফতার করে।
আজ রায় দিতে গিয়ে বিচারক কুমকুম সিংহ বলেন, ‘ওই ঘটনা অত্যন্ত দুঃখজনক। মাদার টেরেজা ও সিস্টার নিবেদিতার রাজ্যে একজন সন্ন্যাসিনীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘বাংলায় সিস্টার নিবেদিতা, মাদার টেরেজারা কাজ করেছেন। রানাঘাটের কনভেন্ট স্কুলের সন্ন্যাসিনীরা গরিব, অসহায়দের সেবা করেন। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে। এমন একটা জায়গায় ৭২ বছরের এক প্রবীণতম সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখের। সরকার পক্ষের আইনজীবী অনিন্দ্য রাউত দোষীদের সর্বোচ্চ সাজা দেয়ার দাবি জানিয়েছেন। (পার্সটুডে)