আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসীদের কাছে অস্ত্র ও অর্থের চালান বন্ধ করতেই হবে। একই সঙ্গে তিনি চরমপন্থি সন্ত্রাসীদেরকে সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছেন। তেহরান সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারের সঙ্গে আজ (বুধবার) এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন।
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ সমঝোতা সুচারুভাবে ও যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন হলেই দুপক্ষের জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি আরো বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার এ সমঝোতা একটি সফল মডেল এবং আন্তর্জাতিক অঙ্গনে সংলাপ ও যোগাযোগের সুন্দর পরিবেশ তৈরি করেছে। এখন আমাদের উচিত হচ্ছে, এই উইন-উইন সমীকরণকে কাজে লাগিয়ে আঞ্চলিক অন্য ইস্যুগুলোর সমাধান করা।
ড রুহানি বলেন, ইরানের হাতে শিল্প, খনি, জ্বালানি, রেলওয়ে পরিবহন ও পর্যটনের মতো বহু ক্ষেত্রের সুবিধা রয়েছে। জার্মানি ইরানের এসব সুবিধা কাজে লাগিয়ে আরো সক্রিয় বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে পারে।
বৈঠকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের মূল কারণ ও তা নির্মূলের বিষয়টি চিহ্নিত না করতে পারলে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে না। তিনি তেহরান-বার্লিন বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্টেইনমায়ার ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানির সঙ্গে বৈঠক করেন।
সূত্রঃ রেডিও তেহরান বাংলা
অগ্রদৃষ্টি.কম // এমএসআই