এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করায় নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নে শারমিন আক্তার আখিঁ নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত শারমিন আক্তার আখিঁ (১৮) ওই গ্রামের মাহবুব উল্ল্যা মাস্টারের মেয়ে।
রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ইউনিয়নের বাইশসিন্দু গ্রামে এ ঘটনা ঘটে। সে চাটখিল সরকারি ডিগ্রি কলেজ (পাঁচগাও মাহবুব ডিগ্রি কলেজ) থেকে এবার এইচএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে অংশগ্রহণ করেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরীক্ষায় ফলাফল প্রকাশের পর নিজের ফেল করাকে মেনে নিতে পারেনি আখিঁ। তাই পরিবারের লোকজনের অজান্তে নিজেদের ঘরের পাশ্ববর্তী একটি পরিতাক্ত্য ঘরে গলায় ওলনা পেঁছিয়ে আত্মহত্যা করে আখিঁ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই