নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারীর বাড়ীতে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ, উত্তাল শহর, দোকানপাট বন্ধ, টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধ, বিশাল প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার গভীর রাতে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী পৌরসভার ফতেপুরে মেয়রের নিজ বাসভবনে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকলে, মেয়র ও তার পরিবারের সৌর চিৎকারে এলাকাবাসী মসজিদের মাইকে মেয়রের বাড়ীতে সন্ত্রাসী হামলার কথা জানালে, চারদিক থেকে মানুষজন ছুটে আসতে থাকে। এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করেন। সকালে ঢাকাÑরামগঞ্জ মহাসড়কে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল হারুন, চাটখিলÑসোনাইমুড়ির সার্কেল আবদুল্লাহ আল মাসুম, চাটখিল থানার অফিসার ইনচার্জ জহিরুল আনোয়ার, আওয়ামলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় মেয়র মোহাম্মদ উল্যাহ বলেন, ইতিপূর্বেও আমাকে হত্যার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে। আমার রাজনীতিক প্রতিদ্বন্ধিরা বার বার এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করছে বলে মনে হয়। তাছাড়া আমার কোনো শত্রু নাই। চাটখিলের মা, মাটি, মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে।
এ ব্যাপারে চাটখিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।