স্পোর্টস ডেস্ক: শুরুটা সুখকর না হলেও ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। পাওলিনহোর হ্যাটট্রিকে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার পথে আরেকধাপ এগিয়ে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে স্বাগতিক ছিল উরুগুয়ে। এদিন জ্বলে উঠে নেইমারও। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে একটি গোল করিয়েছেন ব্রাজিলের এ তারকা।
ম্যাচের নবম মিনিটে নিজেদের ভুলেই গোল খেয়ে বসে ব্রাজিল। ডি-বক্সের মধ্যে বুক দিয়ে গোলরক্ষকের উদ্দেশে ব্যকপাস করেছিলেন মার্সেলো। বল ধরতে গেলে ব্রাজিলের গোলরক্ষকের বাধায় পিএসজির স্ট্রাইকার পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। তা থেকেই গোল করে দলকে এগিয়ে নেন কাভানি।
তবে ১৯তম মিনিটে দুর্দান্ত এক শটে দলকে সমতায় ফেরান পাওলিনিয়ো। নেইমারের পাস পেয়ে একটু এগিয়ে ২৫ গজ দূর থেকে ডান পায়ের আচমকা শটে লক্ষ্যভেদ করেন পাওলিনিয়ো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে পঞ্চম মিনিটে নেইমারের দারুণ ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। অবশ্য পরের মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সের মাথা থেকে ফিরমিনোর জোরালো নীচু শট গোলরক্ষক মার্তিন সিলভা ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে অনায়াসে বল জালে পাঠান পাওলিনিয়ো।
৭৪তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন নেইমার। মাঝমাঠ থেকে অধিনায়ক জোয়াও মিরান্দার উঁচু করে বাড়ানো বল উরু দিয়ে নামিয়ে ডান পায়ের চিপ শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান বার্সার এই তারকা।
যোগ করা সময়ের শেষ মুহূর্তে ডান দিক থেকে আলভেসের ক্রসে বল জালে পাঠান পাওলিনিয়ো। বাছাইপর্বে এটি ছিল ১৩তম রাউন্ডের ম্যাচ। এই ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে কলম্বিয়া। ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে ইকুয়েডর। বাছাইপর্বে এখনও প্রত্যেকটি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
তারপর পয়েন্ট টেবিলে সেরা চারে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। আর পঞ্চম অবস্থানে থাকা দলটিকে প্লে-অফ ম্যাচ খেলতে হবে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই