আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর নূর হোসেনের শূন্য পদের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টারের ছেলে আরিফুল হক হাসান।
তিনি ৩ হাজার ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার চাচাতো ভাই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে ছোট নজরুল পেয়েছেন ২ হাজার ৪৩৬ ভোট। তৃতীয় স্থানে থাকা কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভাণ্ডারি পেয়েছেন ২ হাজার ৪০০ ভোট।
এছাড়াও নির্বাচনে প্রার্থী ব্যবসায়ী আব্দুল আজিজ পেয়েছেন ৩৮ ভোট ও রাসেল পেয়েছেন ৪৬ ভোট।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে ৬০ ভাগের বেশি ভোটার ভোট দিয়েছেন।
এদিকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক বছরের সাজাপ্রাপ্ত নূর হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বহিষ্কার করলে তার ওয়ার্ডের শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল নজরুল ইসলামসহ ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। পরদিন ১ মে আরও একজনের লাশ পাওয়া যায় নদীতে।