” নীরব মাকাল ফুল “
ফারহানা মোবিন ।
ফেব্রুয়ারী , 2017
আমি তোমার সোকেশের
সাজানো এক পুতুল,
আমি তোমার বাগানের
নীরব মাকাল ফুল ।
তোমার বই এর আমি
ছেঁড়া এক পাতা ,
ঝকঝকে মোলাটে বন্দি
ভেতরে দুঃখ গাথা ।
তোমার রং তুলিতে
আমি নীরব এক ছবি ,
অন্যের দুঃখে বন্ধু ,
তুমি হয়ে গেছো কবি ।
টুকরো টুকরো হলো ,
আমার ইচ্ছে গুলো,
মন জুড়ে আমার
মরুভূমির ধূলো ।
আমাকে মেরে ফেলে
পূর্ণ তোমার আশা,
তোমার জন্য হারিয়ে গেল
আমার ভালোবাসা ।
চোখ মেলে দেখোনি
কি যে চাই আমি ,
হাসি মুখে আমায়
মেরে ফেললে তুমি ।
বোধোদয় হবেই হবে
ঠিকই তোমার,
সেই দিন পাশে
থাকবো না আমি আর ।
সেই দিন তুমি বুঝবে ,
কি ছিলাম আমি,
আমায় হারিয়ে চোখের
পানি ফেলবে তুমি ।