ডেস্ক নিউজ : ইরানের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং কয়েকজন ইরানি নাগরিকের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে ‘উসকানিমূলক’ তৎপরতা হিসেবে এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে প্রযুক্তিগত ক্ষেত্রে ইরানের অগ্রগতি রোধ করা সম্ভব নয়।
তিনি আজ (শনিবার) দিনের প্রথম প্রহরে এক বিবৃতিতে একথা জানান। কাসেমি বলেন, “ইরানি জনগণের বৈজ্ঞানিক উন্নতি প্রতিহত করার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপের যে খেলা মার্কিন সরকার শুরু করেছে নিঃসন্দেহে তা থেকে কোনো উপকার পাবে না ওয়াশিংটন।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল (শুক্রবার) ইরানের একটি প্রযুক্তি ফার্ম ও ১০ ইরানির নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
বেশ কয়েকটি মার্কিন ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কয়েক ডজন মার্কিন কোম্পানি ও সরকারি সংস্থার বিরুদ্ধে অনলাইন আক্রমণকে অজুহাত করে ইরানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ওয়াশিংটন।
কাসেমি ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে ‘উসকানিমূলক, অবৈধ ও অন্যায়’ হিসেবে উল্লেখ করে বলেন, আমেরিকার মূল ক্ষোভ যে ইরানি জনগণের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা তার জ্বলজ্যান্ত প্রমাণ।