হঠাৎ করে নির্বাচনের কথা বলার পেছনে বিএনপির ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৈনিক তথ্যদর্পণ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপির নেত্রী ও তারেক রহমানকে মামলা থেকে বাঁচাতে বিএনপি নির্বাচনের দর কষাকষিতে নেমেছে।
তিনি বলেন, তারেক রহমান ও খালেদা জিয়ার কিছু মামলা চলমান, কিছু মামলা নিষ্পত্তির পথে ও কিছু মামলা সচল হচ্ছে। এর মধ্যে বেশ কিছু মামলা স্পর্শকাতর। এসব মামলা থেকে নিজে (খালেদা জিয়া) বাঁচতে ও তারেক রহমানকে বাঁচাতে হঠাৎ করে নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করছেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের কথা বলা বিএনপির নতুন চাল ও ষড়যন্ত্র। নির্বাচন ২০১৯ সালে হবে। কিন্তু হঠাৎ করে তা সামনে আনার বিএনপির একটি ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
নির্বাচনের বিষয়টি বলে হৈ চৈ করার আড়ালে বিএনপি নেত্রী আবারও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সর্বোচ্চ আদালত সালাউদ্দিন কাদের চৌধুরীর সাজা বহাল রাখায় স্বাগত, ধন্যবাদ, কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
যারা দম্ভ করে বলেছিল, এ দেশে যুদ্ধাপরাধীদের কেশরও স্পর্শ করতে পারবে না- তাদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার আমলে কোন অপরাধী আইনের ঊর্ধ্বে থাকবে না।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি মজিবুর রহমান শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউসার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক প্রমূখ।