অনুপম বড়ুয়া টিপু, প্যারিস থেকে: ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি এক সংস্কৃতিকর্মী মারা গেছেন। মৃত মুহিত আহমেদের (৬৮) গ্রামের বাড়ি বাংলাদেশের বাগেরহাটে। সেখানে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে প্যারিসের একটি হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
প্রবাসীরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কয়েক দিন ধরে মুহিত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশি কমিউনিটির কাছে তিনি একেধারে চিত্রশিল্পী, উপস্থাপক, সংগঠক ও কবি হিসেবে পরিচিত।
মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে পড়াশোনা করেন। বাংলাদেশ ও প্যারিসে বেশ কয়েকবার তার আঁকা চিত্রকর্মের প্রদর্শনী হয়। সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’ এবং ফ্রান্স প্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
মুহিতের মৃত্যুর খবরে প্যারিসের সাংস্কৃতিককর্মীরা শোক প্রকাশ করেছেন।
শনিবার তার লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)
অনুপম বড়ুয়া টিপু, প্যারিস থেকে: ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি এক সংস্কৃতিকর্মী মারা গেছেন। মৃত মুহিত আহমেদের (৬৮) গ্রামের বাড়ি বাংলাদেশের বাগেরহাটে। সেখানে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে প্যারিসের একটি হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
প্রবাসীরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কয়েক দিন ধরে মুহিত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশি কমিউনিটির কাছে তিনি একেধারে চিত্রশিল্পী, উপস্থাপক, সংগঠক ও কবি হিসেবে পরিচিত।
মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে পড়াশোনা করেন। বাংলাদেশ ও প্যারিসে বেশ কয়েকবার তার আঁকা চিত্রকর্মের প্রদর্শনী হয়। সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’ এবং ফ্রান্স প্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
মুহিতের মৃত্যুর খবরে প্যারিসের সাংস্কৃতিককর্মীরা শোক প্রকাশ করেছেন।
শনিবার তার লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)