অগ্রদৃষ্টি ডেস্ক: লন্ডনে মোমের যাদুঘর মাদাম ট্যুসো ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মোমের মূর্তির আবরণ উন্মোচন করা হবে এপ্রিল মাসে।
যাদুঘর কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে এই মূর্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শকরা ওই মূর্তির পাশে তার সঙ্গে ”কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারে” এবং ইচ্ছা হলে তার সঙ্গে সেলফি তুলতে পারে।
তাদের বক্তব্য ভারতীয় প্রধানমন্ত্রী মিঃ মোদীর ”সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক ও সরব উপস্থিতি” রয়েছে এবং তার ব্যাপারে ”জনগণের প্রচুর আগ্রহ” রয়েছে।
তবে এই খবরে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এ নিয়ে নানা মজা আর মস্করা।
মিঃ মোদী যে সেলফি তুলতে দারুণ ভালবাসেন এবং ক্যামেরার সামনে সুযোগ পেলেই দাঁড়াতে তার যে দারুণ পছন্দ তা নিয়ে অনেকেই টুইট করছেন।