এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃনরসিংদী পৌরসভার নিহত সাবেক মেয়র লোকমান হোসেনের কবর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনা জানা জানি হওয়ার পর নেতাকর্মীরা কবরস্থানে এসে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড়ও বাড়তে থাকে।
মঙ্গলবার রাতে নরসিংদীর পৌর কবরস্থনে এ ঘটনা ঘটে। খবর শুনে সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি নিহত মেয়রের ছোট ভাই ও পৌর মেয়র কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুসহ কয়েকশ’ নেতাকর্মী কবরস্থানে এসে বিক্ষোভ করেন। পরে তারা অবস্থান ধর্মঘট পালন করে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, ‘এটা নগ্নতার বহিঃপ্রকাশ। দুর্বৃত্তদের খুঁজে দ্রুত আইনের আওয়তায় আনা হবে।’
এ সময় বিক্ষুব্ধরা জানান, ‘লোকমান হত্যার প্রধান আসামিরা চার্জশিট থেকে বাদ পড়ার কারণেই তারা এত বড় ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।’
এদিকে, ঢাকা থেকে দুপুর সোয়া ১টার দিকে পরিদর্শক মো. শহিদুল্লার নের্তৃত্বে সিআইডির পাঁচ সদস্যের টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও স্থানীয় উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের সঙ্গে নরসিংদীর পাঁচ সদসস্যের একটি সিআইডি টিম ও কাজ করছে।
পৌর মেয়র কামরুজ্জামান বলেন, ‘এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে এক পা নড়ব না।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া বলেন, ‘এ ঘটনার প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই।’
উল্লেখ্য, ২০১১ সালে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় সভা চলাকালে দুর্বৃত্তরা গুলি করে লোকমান হোসেনকে হত্যা করে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই