শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বড়ইতলায় রেকার-লেগুনা সংঘর্ষে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিক-পথযাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বড়ইতলায় এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত শ্রমিক ও জনতা প্রায় বেশকয়েকটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাঙচুর ও রেকারটিতে অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিলো। এ সময় ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে থার্মেক্স মিলের গেইটে দাড়নো ইটাখোলাগামী লেগুনার সঙ্গে রেকারটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশ নিতে যাওয়া নরসিংদীর ভেলানগর মহল্লার রিপন মিয়ার ছেলে জিহাদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরি এপারেলেসের সেমপল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮) নিহত হন।
এ সময় মৌলভিবাজার যাওয়ার পথে বিটিভির গাড়িতে হামলা করে অবরোধকারীরা। গাড়িতে থাকা বিটিভির প্রোগ্রাম প্রডিউসার মামুন মাহমুদ ও ক্যামেরাপারসন আব্দুল কাদের এবং সংবাদ সংগ্রহের সময় সিএনএন বাংলার নরসিংদী প্রতিনিধিসহ বেশ কয়েকজন আহত হন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ থাকার পর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও পুলিশের যৌথ সহায়তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।