ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: নরসিংদী পলাশ উপজেলায় রাবান গ্রাম বিখ্যাত সুস্বাদু ফল আনারস উৎপাদনে পরিচিত। কিন্তু এই সুস্বাদু ফল আনারসে ভেজাল মিশাচ্ছে অধিকাংশ কৃষক। এ রাসায়নিক ক্যামিক্যাল পদার্থ ব্যবহার করার কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ নাগরিক।
রাবান গ্রামের কৃষক মোঃ আব্দুল হাসিম (৫০) ২ কাটা জমিতে আনারস চাষা করে। অতি মুনাফার আশায় ও দ্রুত গতিতে ফলটি পাকার জন্য রাসায়নিক জাতীয় ক্যামিক্যাল পদার্থ দিয়ে পাকাচ্ছে আনারস। রাবান গ্রামের আনারস ক্রয় করতে লাগে ১ হালির মুল্য ১৫০ টাকা।
বিশেজ্ঞরা বলেন, যদি সুস্বাদু আনারস ফলে রাসায়নিক ক্যামিক্যাল ব্যবহার করে থাকে তাহলে সাধারণ নাগরিক ও শিশুদের মাঝে ক্যান্সার, হাঁপানি, শাষকষ্ট ও চোঁখের গতি কমার সম্ভ্যাবনা আছে।
নরসিংদীবাসীর প্রত্যাশা, রাবান গ্রামের কৃষকদের প্রতি প্রশাসক ও খাদ্য অধিদপ্তর উর্দ্ধতন কর্মকর্তারা নজরদারী হয় তাহলে ফরমালিন যুক্ত রাবানের সুস্বাদু আনারস ফলে খেতে পারবে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই