নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট্য জেলা হাসপাতালে ২৮নভেম্বর মঙ্গলবার ৪ঘটিকায় দূর্নীতি দমন কমিশন (দুদক) বিশেষ এক অভিযানের সংবাদ পাওয়া গেছে।
অভিযানে নরসিংদীর সদর হাসপাতালে কর্তব্যরত প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম পাঠান, টেকনোলজিষ্ট রেজাউল করিম-কে ঘুষের ১ লক্ষ টাকাসহ দুদক কর্মকর্তাদের হাতে গ্রেফতার হয়েছে।
মায়ের দোয়া এন্টারপ্রাইজের পরিচালক মোঃ নাছির মিয়া কে হাসপাতালে যাবতীয় দুপার কাজের টেন্ডার দিবে বলে ২ লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ দাবী করিলে ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করেন। দীর্ঘদিন কালক্ষেপন করিয়া মায়ের দোয়া এন্টার প্রাইজকে কাজের টেন্ডার না দেওয়ার কারণ জানতে চাইলে কর্তব্যরত সহকারী মোহাম্মদ আশরাফুল ইসলাম বাকী ১ লক্ষ ২০ হাজার টাকা পরিশোধ করার কথা বলিলে নাছির ৪০ হাজার টাকা প্রদান করিলে তাদের কাজ না দেওয়ার কথা জিজ্ঞাসা করিলে বাকী ৮০ হাজার টাকা পরিশোধ করার কথা বলেন।
এ পর্যায়ে নাছির বাধ্য হয়ে ঢাকা দুদক অফিসে জানালে দুদকের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম নরসিংদীতে অবস্থান করেন। নাছির তার কাজ পাইবার জন্য সহকারী মোহাম্মদ আশরাফুল ইসলামকে ঘুষের ৮০ হাজার টাকা প্রদান করেন। দুদকের কর্মকর্তারা টাকাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
নরসিংদীর ১০০ শায্যা বিশিষ্ট্য জেলা হাসাপাতালে প্রধান কর্মকর্তা সুলতানা রাজিয়ার অজান্তে একটি দালালচক্র গড়ে উঠে এবং বিভিন্ন লোকজনকে কাজ পাইয়ে দেয়ার কথা বলে তাদের নিকট থেকে দীর্ঘদিন যাবৎ মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সময় অভিযোগ করলেও আমলে নেয়নি কর্মকর্তারা।