এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীতে জেলা সমবায় কার্যালয় ও জেলা সমবায় ইউনিয়নের আয়োজনে ৪৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। ‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ ‘সমবায়-ই শক্তি, সমবায়-ই মুক্তি’ হল এবারের প্রতিপাদ্য। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শনিবার নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
নরসিংদী জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি এড. নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হরিদাস ঠাকুর।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ, নরসিংদী কেন্দ্রীয় শিল্প সমবায় সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমবায় সংগঠক চৌধুরী মো: ইয়াহিয়া, বিশিষ্ট সমবায়ী নাজমা বেগম, জয়দেব বর্মন, জেলা সমবায় ইউনিয়নের সম্পাদক মোঃ মিজানুর রহমান, জিয়া উদ্দিন ভূইয়া, আতাউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই