ডেস্ক নিউজ: নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ৬ বারের নির্বাচিত (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর আড়াকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে। রায়পুরা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সিরাজুল হক ছয়বার ইউপি চেয়ারম্যান ছিলেন। এদিকে এ সংক্রান্তে মৃত সিরাজুল হক এর ২য় ছেলে মোঃ আশরাফুল হক বাদী হয়ে এজাহার দায়ের করলে রায়পুরা থানার মামলা নং- ২ তারিখ – ০৪/০৫/১৮ খ্রিঃ ধারা- ১৪৩/৩৪১/৩০৭/৩২৬/৩০২/৩৪ দঃ বিঃ রুজু করা হয়।
ঘটনার ৩ দিন পর আজ রবিবার সন্ধ্যা ৬ টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সাইফুল-আল-মামুন এর নেতৃত্বে উক্ত চাঞ্চল্যকর খুনের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আমাদের পুলিশ সদস্যরা উক্ত সিরাজুল হক হত্যার দুই প্রধান আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়। একজন হল আব্দুল আলী মৃধা (২০), অন্যজন হল আবুল কালাম।
এসময় তিনি তার বক্তব্যে আরো বলেন, তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার পর অনেক গোপন তথ্য বেরিয়ে আসে যা আমরা তদন্ত ক্ষেত্রে প্রকাশ করতে পারছি না। তবে ঘটনায় জড়িত সকল আসামীদের খুব শীঘ্রই আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে। এদিকে নরসিংদীর রায়পুরা উপজেলার ৩টি ইউনিয়ন বাঁশগাড়ী, চরমধুয়া, নিলক্ষা এর টেটাযুদ্ধ সেই আদিকাল থেকে শুরু হয়ে আজও চলমান আছে এবং এই টেটাযুদ্ধের কারণে বিভিন্ন মানুষের প্রাণনাশ, ঘরবাড়িসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাজনীতি পৃষ্ঠপোষকতার কারণে এই নরসিংদীর ভয়াবহ টেটাযুদ্ধ কিছুতেই থামছে না।