বদরুল আলম চৌধুরী (বিশেষ প্রতিনিধি) নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যেগে গতকাল সোমবার সকালে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠান শুরুর পুর্বে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে ও শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক মুক্তিযোদ্বা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান । উক্ত অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, সমবায় কর্মকর্তা হাছনা হেনা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানী, প্রকৌশলী সৈয়দুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শিক্ষক কাঞ্চন বনিক, শিক্ষিকা শাহিনুর আক্তার চৌধুরী পান্না প্রমুখ। অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হামিদুর রহমান ও গীতা পাঠ করেন বিপুল চক্রবর্তী।