বদরুল আলম চৌধুরী,বিশেষ প্রতিনিধি।। রাস্তা উদ্বোধন নিয়ে আবারো মুখোমুখি অবস্থানে এমপি কেয়া চৌধুরী ও এমপি মুনিম চৌধুরী বাবু। নবীগঞ্জের বড়গাও-ইমামবাড়ি ও বুড়িনাও হতে বাহুবলের খাগাউড়ার রইছগজ বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটির উদ্বোধন নিয়ে শুরু হয়েছে দুই এমপির মধ্যে টানাহেচড়া। এমপি কেয়া চৌধুরীর ৬৭ লক্ষ টাকা বরাদ্দে রাস্তাটির সংস্কার উন্নয়ন সমাপ্ত হবার পর তড়িঘরি করে এমপি মুনিম চৌধুরী বাবুকে দিয়ে আজ উদ্বোধনের তারিখ করায় এলাকায় দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও টানটান উত্তেজনা। স্থানীয় আওয়ামীলীগ ও এলাকাবাসী এমপি মুনিম চৌধুরী বাবুর মাধ্যমে আজ শুক্রবার রাস্তাটির উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যাখ্যান করেছে। একইসাথে সকাল ৯টায় খাগাউড়া ইউনিয়নের বড়গাও বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে এমপি কেয়া চৌধুরীর অনুসারীরা। এমপি মুনিম বাবু
কর্তৃক উদ্বোধন প্রত্যাখ্যান করে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি হবার পর ২০১৪ সালের ২৬ মার্চ এলাকায় গিয়ে প্রতিশ্র“তি দিয়েছেলেন খাগাউড়ার রইছগঞ্জ বাজার হতে বুড়িনাও ইমামবাড়ি ও বড়গাও পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটি সংস্কার করে দিবেন। প্রতিশ্রতি মোতাবেক এমপি কেয়া চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবেদন করে এলজিইডির মাধ্যমে এ রাস্তাটির সংস্কার উন্নয়নের জন্য ৬৭ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে আসেন। ইতিমধ্যে রাস্তার কাজও সমাপ্ত হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে,সংস্কার কাজ শেষ হবার সাথে সাথেই এলজিইডি থেকে এমপি মুনিম চৌধুরী বাবুকে দিয়ে আজ উদ্বোধনের তারিখ করা হয়েছে। খবরটি এলাকায় জানাজানি হবার সাথে সাথে জনমনে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও উত্তেজনা।
এলাকাবাসী অভিযোগ করে বলছেন, সরকার থেকে
বরাদ্দ এনে কাজ করালেন একজন আর উদ্বোধন করছেন আরেকজন! অনেকেই অভিযোগ করে বলেন, যাকে আমরা কোনদিন কাছে পাইনি হঠাৎ করে তিনি আমাদের রাস্তার উদ্বোধক হলেন কিভাবে? এদিকে, তড়িঘরি করে এ উদ্বোধনকে প্রত্যাখ্যান করে স্থানীয় আওয়ামীলীগ ও এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানের একই সময়ে বড়গাও বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এমপি কেয়া চৌধুরীর অনুসারীরা।