নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র নবীগঞ্জ উপজেলা সভাপতি খলকু চৌধুরীকে নিয়ে কঠুক্তিমূলক বক্তব্যে ও লিফলেট বিলি করায় ৩ বখাটের বিরুদ্ধে ৫০লক্ষধীক টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ অফিসার ইনর্চাজ এর নিকট প্রেরন করেন। জানাযায়, নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের আলহাজ্ব মোঃ আজিজুল হক চৌধুরীর পুত্র নবীগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার ব্যুরো‘র সভাপতি খলকু চৌধুরীকে বাউশা ইউনিয়নের দেবপাড়া গ্রামের মৃত জইন উদ্দিনের পুত্র কওছর মিয়া (৩৬), একই গ্রামের আসাব উদ্দিনের স্ত্রী খুদেজা বিবি (৪৮) ও মৃত আমির উদ্দিনের মেয়ে শাকিরুন বিবি (২৮) সহ ৩জন তাদের গৃহ নির্মানের জন্য কিছুদিন পূর্বে ৫০হাজার টাকা সাহায্যের দাবী করে। উল্লেখ্য, খলকু চৌধুরীর পরিবারের লন্ডন প্রবাসী ১৪জন সদস্য দানবীর হওয়ায় বিভিন্ন ধর্মীয়, আর্তসামাজিক ও গরীব অহসায় দরিদ্রের ও দ্রারিদ্রসীমার মানুষদের আর্থিক সহযোগীতা করার জন্য তাদের আয়ের একটি অংশ এলাকার গবীর মানুষকে দান করার জন্য খলকু চৌধুরীর নিকট পাঠান। উক্ত অর্থ এলাকার গরীব অসহায় মানুষদের মধ্যে দান করেন তিনি। বিষয়টি লক্ষ্য করিয়া বিবাদীগণ অসহায়ত্ত্বের বান করে তাদের গৃহ নির্মানের জন্য ৫০হাজার টাকা সাহায্যের দাবী করে। কিন্তু খলকু চৌধুরী টাকা দিতে অস্বীকৃতি জানালে বখাটেরা বেপরোয়া হয়ে উঠে। এক পর্যায়ে বিবাদীগন গত সোমবার নবীগঞ্জ শহরস্থ মা হোটেলে চা- পানরত অবস্থায় জনসম্মূখে বখাটেগণ অশালিন ভাষায় গালিগালাজ করে। এবং মানহানিকর লিফলেট নবীগঞ্জের বিভিন্ন স্থানে বিলি করে। এ ঘটনায় খলকু চৌধুরী ও তার পরিবারের দীঘদিনের সুনাম নষ্টের কারণে গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়ালাল ম্যাজিষ্টেট আদালতে ৫০ লক্ষাধীক টাকার মানহানিকর ৫০০/৫০১ দঃ বিঃ মামলা দায়ের করেন। বর্তমানে আদালত মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ অফিসার ইনচাজ এর নিকট প্রেরন করেন।