সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শিক্ষানুরাগি মরহুম নওয়াব মিয়া মজুমদারের কর্মময় জীবন ছিল সকলের জন্যে অনুকরণ ও অনুস্বরনীয়। তিনি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন। তিনি সকলকে তার অনুস্মরনীয় পথে চলার জন্যে আহবান জানান। শুক্রবার বিকেলে ছৈলা-আফজালাবাদ ইউপির বাংলাবাজার সামারুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগিও সমাজসেবী মরহুম নওয়াব মিয়া মজুমদার স্মরনে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব ফয়জুর রহমান সুন্দরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় তিনি আরো বলেন, আ’লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। তাই এসরকারের আমলে সারা দেশের ন্যায় ছাতক-দোয়ারায় শিক্ষা, চিকিৎসাও যোগাযোগের ক্ষেত্রে অভাবিত উন্নয়ন সাধিত হয়েছে। দু’উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে বিদ্যুৎ। আলোকিত হচ্ছে প্রত্যন্ত গ্রামা ল। তিনি বলেন, ছৈলা-আফজালাবাদ ইউনিয়নকে অতি শীঘ্রই শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়ন ঘোষণা করা হবে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এমপি মানিক বলেন, সরকারের নিয়ম মোতাবেক প্রয়োজনীয় ভূমি দান করলে ছৈলা-আফজাবাদ ইউপি কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ গ্রহন করা হবে। সাবেক ইউপি সদস্য আবু তাহের মো. ছিদ্দিক ও পরিমল বাবুর যৌথ পরিচালনায় স্কুল মাঠে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, সৌদি আরবের নাগরিক ফয়ছল আহমদ গিরগিরি, এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট আবদুল জলিল, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোস্তাবুর রহমান মোস্তাক। উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সুহেল পারভেজ, হাজি খোয়াজ আলী, থানার অফিসার্স ইনচাজ আশেক সুজা মামুন, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, আ’লীগ নেতা গিয়াস উদ্দিন, আব্দুল খালিক মনাই, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, সাবেক পরিচালক সিরাজুল হক, মনু মিয়া, মনির উদ্দিন, জহির মিয়া, মুহিবুর রহমান, ছায়াদ মিয়া, মাষ্টার জসিম উদ্দিন, এসএম আশিকুর রহমান, ফজলুল করিম বকুল, জগদীশ চন্দ্র দত্ত, আবু হেনা, নজরুল ইসলাম, সুহেল আহমদ, হেলাল আহমদ, অবদুল লতিফ, আবদুল মুহিত, আবু জইদ, নমিতা রানী দাস, সারোয়ার জাহান, সমিরন চন্দ, আজহারুল ইসলাম, নুরুজ্জামান সেলিম, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. রাহিমা বেগম, সহকারি সেলিনা বেগম, স্বাস্থ্য কর্মী নীলা রানী, মরহুমের ভাই শফিক মিয়া মজুমদার, রফিক আলী মজুমদার লালা, হিরা মিয়া মজুমদার, পুত্র ফজলে এলাহী শাহরিয়ার মজুমদার, জাকারিয়া মজুমদার, গৌছ উদ্দিন, আলহাজ্ব ওবায়দুর রউফ বাবলু, জোসেফ আহমদ, শামিম আহমদ, মাষ্টার নাসির উদ্দিন, ইউপি সদস্য আবদুল ওয়াহিদ, মাহমুদ আলী, রিয়াছদ আলী, মনির তালুকদার, পুলিশ ইন্সপেক্টর জুনু মিয়া, ফারুক আহমদ, আশরাফ উদ্দিন, শামসুল হক, নাজিম উদ্দিন, আবদুল কাহার, মছলু মিয়া, জমিরুল ইসলাম, নূরুল হক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মওদুদ আহমদ, সিনিয়র সদস্য আব্দুল ওয়াদুদ ছামি, উপজেলা ছাত্রলীগের নিয়াম আলী, শাহিন আহমদ, কলেজ ছাত্রলীগের বাবুল মিয়া, জুনেদ আহমদ প্রমূখ। সভায় প্রধান অতিথি সামারুন নেছা বিদ্যালয়ের একটি ভবনের উপর দ্বিতল শ্রেণী কক্ষ, ৩লাখ টাকা ব্যয়ে অসমাপ্ত বিল্ডিঙ্গের কাজ, বাংলাবাজার খেয়াঘাট থেকে বিনোদপুর পর্যন্ত রাস্তা পাকাকরণ, বিনোদপুর মোহাম্মদীয়া জামেয়া ইসলামিয়া মাদরাসায় ১লাখ টাকা অনুদান ঘোষনাসহ শিবনগরস্থ কুটিরমার খাল থেকে বড়চাল বাংলাবাজার পর্যন্ত পাকাকরন কাজের আশ্বাস দেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সামারুন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন কুমার মূখপাত্র এবং পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র সব্বির আহমদ চৌধুরী। সভায় বিএনপি থেকে আবুল খয়ের, নজরুল ইসলাম, আলকাছ আলী, জামাল তালুকদারসহ ১১জন নেতাকর্মী আ’লীগে যোগদান করেন। এদিকে সন্ধ্যায় এমপি মানিক বাগইন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও পরে গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন শেষে স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।