আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক তারিক রামাদান। দুইজন নারীর অভিযোগের ভিত্তিতে প্যারিস থেকে বুধবার তাকে গ্রেফতার করে ফরাসি পুলিশ।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। পত্রিকাটি আরও জানায়, পুলিশের এক সূত্র বলেছে প্রভাবশালী এই ইসলামি চিন্তাবিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
কয়েক মাস আগে ফ্রান্সের দুই নারী রামাদানের বিরুদ্ধে অতীতে ধর্ষণের অভিযোগ তুলেন। তবে ৫৫ বছর বয়সী রামাদান এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। অভিযোগকারী এক নারী হেন্দা আয়ারির বিরুদ্ধে তিনি মানহানির মামলাও করেছেন তারিক।
মিশরের সাবেক ইসলামপন্থী নেতা হাসান আল বান্নার নাতি তারিক রামাদান সুইডেনে বেড়ে ওঠলেও তিনি ফ্রান্সের নাগরিক। মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিভিন্ন দেশে তিনি বেশ পরিচিত মুখ। পশ্চিমা সমাজেও তার পরিচিতি উল্লেখযোগ্য।