ডেস্ক নিউজ : রাজধানীর মেরুল বাড্ডায় মাছ বাজারে যুবককে গুলি করে হত্যার ঘটনায় আটক নুরুল ইসলাম গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
বাড্ডার সাতারকুলে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মেরুল বাড্ডার মাছের বাজারে শনিবার দুপুরে একজনকে গুলি করে পালানোর সময় এক মাছ ব্যবসায়ী খালি হাতে ধাওয়া করে নুরুলকে অস্ত্রসহ ধরে ফেলেন। পরে জানা যায়, ধরা পড়া নুরুল ইসলাম পুলিশের তালিকায় ‘মোস্ট ওয়ান্টেড’। গত নভেম্বরে বনানীতে এক জনশক্তি রপ্তানিকারক খুনেও জড়িত ছিল সে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেছেন, নুরুলকে আটকের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। রাতে তাকে নিয়ে ডিবি পুলিশ অভিযানে যাওয়ার সময় সাতারকুলে তার সহযোগীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেখানেই নুরুল গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে বাড্ডা থানার উপপরিদর্শক শামসুল তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে।
অপরদিকে নুরুলের গুলিতে খুন হওয়া ব্যক্তির নাম আবুল বাশার ওরফে বাদশা। পুলিশ বলছে, দুজন একই দলের সন্ত্রাসী। মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বাশারকে খুন করা হয়।