অগ্রদৃষ্টি ডেস্কঃ দেশে অব্যাহতভাবে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে ৫ আগস্ট বৃুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের খবর নিন্মে প্রদত্ত হলো।
ঢাকাঃ ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব মোবারক হোসাইনের নেতৃত্বে এবং পল্টন এলাকায় মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট হেলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।
চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরী জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারী জনাব মোহাম্মাদুল্লাহর নেতৃত্বে আন্দোরকিল্লা এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
খুলনাঃ খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব মাহ্ফুজুর রহমানের নেতৃত্বে খালিশপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
সিলেটঃ সিলেট মহানগরী জামায়াতের উদ্যোগে মহানগরী জামায়াতের সেক্রেটারী সোহেল আহম্মদের নেতৃত্বে আম্বরখান এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
কুমিল্লাঃ কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে সহকারী সেক্রেটারী মাহবুবুর রহমানের নেতৃত্বে কুমিল্লা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
গাজীপুরঃ গাজীপুর মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী হোসেন আলীর নেতৃত্বে গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
বগুড়াঃ বগুড়া শহর জামায়াতের উদ্যোগে সাতমাথার নিকটবর্তী ফতেয়ালী বাজারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চোলোপাড়ায় গিয়ে মিছিলটি শেষ হয়।
এছাড়াও রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, নাটোর, বরিশাল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজারসহ সারাদেশেই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই