রাজধানীতে আশুরার তাজিয়া মিছিলে হামলার ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিষয়টি অত্যন্ত পরিষ্কার যে, দেশকে অস্থিতিশীল করতেই এ ঘটনা ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের খোঁজে আইনের আওতায় আনা হবে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে মহরমের তাজিয়া মিছিলে হামলার ঘটনা এটাই প্রথম। সম্প্রতি বিদেশি হত্যাসহ সার্বিক বিষয়ে জড়িতদের অনেককেই শনাক্ত করা হয়েছে। অতি শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি জানান, হামলার ঘটনায় আহত ৬৩জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে একজন মারা গেছেন। এখনও ভর্তি রয়েছেন ১৪ জন। তবে জামাল নামে একব্যক্তি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
‘তাদের সুস্থ করতে হাসপাতালের চিকিৎসকরা অনেক পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছেন। আশা করছি অচিরেই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন তারা,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ঢামেক হাসপাতালে আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি।
এদিকে ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি ১৪জনের জন্য ৫হাজার এবং নিহতের স্বজনের কাছে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।