এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা জাতীয় পার্টির কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে নাট্যে সমিতিতে ১৫ অক্টোবর শনিবার সকাল ১০টায় কর্মি সভায় তৃনমুল পর্যায়ে নব নির্বাচিত জেলা কমিটির সদস্যদের পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি দিনাজপুরের সমন্নয়ক মোঃ হাফিজ উদ্দিন আহম্মেদ।
প্রধান বক্তা হিসাবে সাংগঠনিক বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সাধারন সম্পাদক আহম্মেদ শফি রুবেল।
যুগ্ন-সাধারন সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি এ্যড. জুলফিকার হোসেনের পরিচালনায় সহ সভাপতি এ্যড. নুরুল ইসলাম(১), এ্যড. নুরুল ইসলাম(৪), সাইফুলা চৌধুরী, মীর তহিদুল ইসলাম স্বপন, যুগ্ন-সাধারন সম্পাদক এ্যড. সুধীর চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, ইদ্রীস আলী ইদন, আঃ মতালেব, মহিলা সম্পাদিকা ওয়ার্ড কাউন্সিলর রকেয়া বেগম লাইজু ছাত্র সমাজের জেলা সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
এসময় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নেতাদের মধ্যে আব্দুল আলিম, সামিউল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল গফুর, জহুরুল ইসলাম, আনিসুর রহমান, ওয়াজেদ মাস্টার, আব্দুল আলিম হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, অল্প সময়ের মধ্যেই সমস্ত জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুুতি গ্রহন করতে হবে। তিনি বলেন এদেশের সার্বিক উন্নয়নে জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের বিকল্প নেই। বাংলাদেশের যে টুকু উন্নয়ন সব টুকুরই দাবীদার পল্লীবন্ধু এইচ.এম. এরশাদ। তাই দেশের মানুষ পল্লীবন্ধু এরশাদকে আবার ক্ষমতায় দেখতে চায়। হাফিজ উদ্দিন বলেন, দিনাজপুরের হাজী দানেশ কৃষি কলেজ যা বর্তমানে বিশ্ববিদ্যালয় ও কা ন সেতু সহ জেলার বড় বড় সকল উন্নয়ন পল্লীবন্ধু এরশাদের সময়েই হয়েছে।
এর আগে জেলা জাপার সাধারণ সম্পাদক আহম্মেদ শফী রুবেল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। এছাড়া জেলা জাতীয় পাটির সাবেক সভাপতি ও সাবেক দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মকলেসুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন এবং মকলেসুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উলেখ্য, জাতীয় পার্টির সাংগঠনিক মাস উপলক্ষে সারাদেশে জাপার জেলা উপজেলা কমিটির গঠনের লক্ষে ১৯ট সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এই টিমগুলোরই একটি আলহাজ্ব হাফিজ উদ্দিনের নেতৃত্বে রংপুর বিভাগ সফর করছে।
বীরগঞ্জে ঢেপা নদীতে শিশুর মৃত্যু
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে ঢেপা নদীতে শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বীরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডেস্থ আরিফ বাজারের পাশে কুমারপাড়ার বাসিন্দা শীকান্ত দাসের ছেলে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র অর্নপ রায় (৪) ঘটনার দিন পড়ন্ত বিকেলে একদল শিশু ঢেপা নদীর ধারে পানিতে খেলতে নামে। খেলার এক পর্যায়ে নদীর পানিতে থাকা বিশাল গর্তে তলিয়ে যায়। খেলার সাথীরা বাড়ীতে সংবাদ দিলে বাড়ীর লোকজন নদীতে গিয়ে শিশু অর্নপকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।
দিনাজপুর আলামিয়া মাদরাসা ও এতিমখানার আয়োজনে মরহুম
এম. আব্দুর রহিম স্মরণে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, দিনাজপুরের সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, মাটি ও মানুষের প্রিয় নেতা মরহুম এম.আব্দুর রহিম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ অক্টোবর শুক্রবার বাদ আসর দিনাজপুর পুলহাট কসবা এলাকার আলামিয়া মাদরাসা ও এতিমখানার আয়োজনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম এম আব্দুর রহিম এর জ্যৈষ্ঠ পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম। এসময় উপস্থিত সল্লীগণের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, মানুষ হিসেবে জন্ম লাভের পর অবশ্যই তাকে একদিন পরকালে যেতে হবে। তিনি বলেন, এ পৃথিবীর যতই ক্ষমতাধর কিংবা প্রভাবশালী ব্যক্তি হোক না কেন অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। তিনি বলেন, ইহকালে প্রতিটি মানুষকে তার কৃতকর্মের জন্য পরকালে জবাবদিহি করতে হবে। তাই মানুষ হিসেবে আমাদের শুধুমাত্র মুসল্লী হলে চলবে না, আমাদের প্রকৃতপক্ষে আল্লাহর মুমিন হতে হবে।
কসবা আলামিয়া মাদরাসা ও এতিমখানার সহ-সভাপতি আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর শহর শাখার সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কসবা আলামিয়া মাদরাসা ও এতিমখানার সাধারন সম্পাদক মাহবুব আহমেদ, মাদরাসার মোহতামিম আলহাজ্ব রেজাউল করিম, সদস্য ময়েজ উদ্দিন আহমেদ, এটিএম শামসুজ্জামান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আলী, মাদরাসার শিক্ষক মাওলানা নুর আলম।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুম এম. আব্দুর রহিম এর জীবনী নিয়ে উপস্থিত মুসল্লীগণ বিভিন্ন বক্তব্য রাখেন।
পরে মরহুম এম আব্দুর এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মরহুম এম আব্দুর রহিম এর জ্যৈষ্ঠ পুত্র বিচারপতি এম ইনায়েতুর রহিম।
এর আগে আলামিয়া মাদরাসা ও এতিমখানার জায়গায় একটি গোপাল ভোগ আম ও একটি বেদানা লিচুর চারা রোপন করেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম।