এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে (কাঞ্চন)-এ ৩ এপ্রিল রোববার সকাল ১১টায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ব্যাপক আলোচনা করা হয়। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, বৈশাখী উৎসব পরিষদের আহ্বায়ক মোঃ শফিকুল হক ছুটু, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেল সুপার মোঃ সাঈদ হোসেন, পবিস-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, ফুলবাড়ী পৌরসভার মেয়র মরতুজা সরকার মানিক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।