এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে স্কুলছাত্রী নাতনীকে জোর পূর্বক ধর্ষনের অপরাধে নানা গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলা পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলী গ্রামের আমিনুল হক লাবলুর মেয়ে পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী ছাত্রী লাবনী আক্তার মিতু ঘটনার দিন রাত ৮টায় শোয়ার ঘরে একা টেলিভিশন দেখছিল। ওই সময় পতিবেশী পলাশবাড়ী গ্রামের হাজী তফিল উদ্দিনের লম্পট ছেলে হাফেজ মকছেদ আলী বাড়ীতে এসে ঘরে ঢুকে লাবনীকে একা পেয়ে ঘরের দরজা আটকিয়ে মুখ চিপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। মুখের হাত সড়িয়ে চিৎকার করলে মিতুর মা ও পতিবেশী লোকজন ছুটে এসে ধর্ষককে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে আটকে রেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নানাকে গ্রেফতার করে। মামলার বাদী মিতুর মা রোজিনা আক্তার জানান, টেলিভিশন অন করে দিয়ে জরুরী কাজে পাড়ার এক বাড়ীতে যাওয়ার সুযোগে আমার সম্পর্কে মামা মকছেদ আমার মেয়ে মিতুকে জোর করে ধর্ষন করেছে। উল্লেখিত ঘটনায় ২০০০ইং সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩ইং) আইনের ৯ (১) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে হাফেজ মকছেদ আলীকে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে। মামলার তদন্তকারী অফিসার এসআই আযম হোসেন প্রধান জানান, প্রাথমিক তদন্তে ধর্ষনের আলামতসহ সন্ধিয়াতিত ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।