বিশেষ প্রতিনিধি, তুহিন মাহমুদ (ইউরোপ) ৯ সেপ্টেম্বর রবিবার ২০১৬ ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদের তত্ত্বাবধানে দারুল হিকমা একাডেমীর পক্ষ থেকে তাহসিন জামাল এবং এহসান জামাল কে বিদায়ী পুরুস্কার তুলে দিলেন শিক্ষক দ্বয় ইমরান হোসাইন এবং আবু রাশেদ শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন দারুল হিকমা একাডেমীর পরিচালক মাওলানা জোনাইদ সোবহান!
গত চার বছর যাবত দারুল হিকমা একাডেমীতে নিয়মিত পড়া-শোনা করে আসছে তাহসিন জামাল এবং এহসান জামাল।
আগামি ১১ অক্টোবর স্বদেশে ফিরে যাবে বাবা,মায়ের সাথে এই দু’ভাই ভাই।
গত চার বছর পূর্বে মিলানের বিকোক্কা ইউনিভার্সিটিতে পি,এইচ,ডিগ্রি অজর্নের লক্ষে এসেছেন স্ত্রী সহ।
প্রফেসর জামাল উদ্দিন আহমেদ। চট্টগ্রাম ইউনিভার্সিটির বিবিএ ফ্যাকাল্টিতে সহকারী প্রফেসর হিসেবে নিযুক্ত ছিলেন। ইউনিভার্সিটি থেকেই কম্পিউটার ইন্জিনিয়ারের উপর গবেষনা কাজে এসেছেন।
এর পূর্বে জাপানের একটি ইউনিভার্সিতে ও বেশ কিছুদিন গবেষনার কাজে নিযুক্ত ছিলেন।
মিলানের বাঙালী সমাজের সাথে মিশেছেন এক জন অভিবাসীর মত।
তার স্ত্রী ও গবেষনার জন্য এসেছেন তার সাথে। স্বপরিবারে দীর্ঘ চারটি বছর কাটিয়েছেন মিলান শহরে।
নিজস্ব সংস্কৃতি আর ইসলামী পরিবেশে সন্তানদেরকে বড় করে তোলার জন্য প্রতি রবিবার শত ব্যস্ততার মাঝেও নিয়ে আসতেন দারুল হিকমা একাডেমীতে।
এবার তাদের ফিরে যাবার পালা, বিদায় বেলায় রেখে গেলেন ভালবাসা টুকু।
আজ রবিবার ক্লাস শেষে বাদ যোহর একাডেমীর ছাত্র/ছাত্রী এবং অভিভাবকের উপস্হিতিতে বিদায়ী পুরুষ্কার তুলেদেন একাডেমীর পক্ষ থেকে।