আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহীদের অধিকৃত একটি এলাকায় সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় বাসিন্দা, ত্রাণকর্মী ও একটি পর্যবেক্ষক গোষ্ঠীর বরাত দিয়ে এ খবর জানিয়েয়ে বার্তা সংস্থা রয়টার্স।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা জানিয়েছেন, হামোরিয়া শহরের একটি বাজার ও নিকটবর্তী আবাসিক এলাকায় বিমান হামলায় অন্তত ১৭ বেসামরিক নিহত হয়েছেন। আর্বিন শহরে আরও চার বেসামরিক এবং মিসরাবা ও হারাস্তা শহরে বাকি ৬ জন নিহত হয়েছেন।
পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত ২০ দিন ধরে চলা এই হামলায় প্রায় ২০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে রবিবারই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন।