স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ পানিগাঁও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গরীব-অসহায়, দুঃস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পানিগাঁও বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ প্রাঙ্গণে এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিগাঁও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রবাসী প্রতিনিধি সামছুল হক, বাংলাদেশ প্রতিনিধি ক্বারী ইব্রাহীম আলী, বিশিষ্ট মুরব্বী গৌছ উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান ও জাবের আহমদ।
এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের দেশ, জাতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আসন্ন পবিত্র ঈদকে সামনে গরীব-অসহায়, দুঃস্থদের মধ্যে অর্থ বিতরণ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। তাই বিত্তবানদের গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো প্রয়োজন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করিমুল এহসান, ছামিন আহমদ ও সাজু আহমদ। উল্লেখ্য গ্রামের ২০ জন গরীব-অসহায়, দুঃস্থদের মধ্যে নগদ ১ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
এদিকে উদপুর ইউনিয়নের রাখালগঞ্জ পানিগাঁও এর কৃতি সন্তান কুয়েত প্রবাসী বিশিষ্ট সংগঠক ও সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েতের সভাপতি স্বনামধন্য কবি আব্দুল মালিক অগ্রদৃষ্টিকে বলেন, সম্প্রতি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গরীব-অসহায়, দুঃস্থদের মধ্যে প্রবাসীদের নগদ অর্থ বিতরণ, মানবতার কল্যাণে নিশ্চয় এটি একটি মহৎকর্ম; আর এই কর্মে আমি সম্পৃক্ত হতে পেরে অবর্ণনীয় আনন্দিত ও গর্বিত।
তিনি আরো বলেন, আর্ত-মানবতার সেবায় এই সংগঠনটি অনন্য ভূমিকা রাখার জন্য অাল্লাহ্ তাদেরকে তৌফিক দান করুন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের পিছিয়েে পড়া গ্রামদের একটি ‘ পানিগাঁও ‘। আমিও জন্মসূত্র থেকে বংশ পরম্পরায় এ’গ্রামের বাসিন্দা । এই গ্রামে আগে কোন প্রবাসী না থাকলেও এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন বহু প্রবাসী।
দিনকয়েক পূর্বে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই গ্রামের সন্তানেরা ‘ ওয়াটসাপ ‘ গ্রুপ করে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে “পানি গাঁও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ” নামে একটি সংগঠনের জন্ম দিয়ে সবাই সিদ্ধান্ত নেয় গ্রামের গরীব দূঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করবে ও শিক্ষার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, মসজিদের অসম্পূর্ণ কাজে নিজেরা সাধ্যমত অবদান রেখে সম্পূর্ণ করা সহ সামাজিক অন্যান্য কর্মকান্ডে সাহায্য সহযোগীতা করবে । তারই ধারাবাহিকতায় গ্রামের সবচেয়ে প্রবীণ মুরব্বি ক্বারী ইব্রাহীম আলী ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ আজিজুর রহমান সাহেবের হাত দিয়ে প্রাথমিক ভাবে একহাজার টাকার অনুদানের টাকাটা প্রদানের সিদ্ধান্ত হয়।। পর্যায়ক্রমে বাকী পদক্ষেপ গুলা বাস্তবায়নে এই সংগঠনটি আপনাদের দোয়া কামনা করছে।