ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক এমপি, ২০০৭ সালের ১/১১ সরকারের সময়ে বিএনপির সংস্কারপন্থী নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাথে দেখা করেছেন।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২ টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আধাঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার সাথে সংস্কারপন্থী নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুলের র্দীঘ ১০ বছর পর এটাই প্রথম সাক্ষাত।
চেয়ারপারসনের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, গত বছর হলি আর্টিজানে জঙ্গি হামলার পর জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন খালেদা জিয়া। যদিও দলে ও দলের মনোভাবাপন্ন বুদ্ধিজীবীদের নানা পরামর্শ ও রাজনৈতিক পরিস্থিতির পালাবদলের কারণে সে ঐক্য গড়ে তুলতে পারেননি তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চলমান মামলা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের সে ঐক্যকে জোরদার করার চেষ্টা শুরু করেছেন খালেদা জিয়া।
সূত্রের দাবি, অন্যান্য দলের সঙ্গে ঐক্যচেষ্টার আগেই বিএনপিকে সাংগঠনিকভাবে শক্ত করতে বদ্ধ পরিকর খালেদা জিয়া। এ কারণে বিগত দিনে নিষ্ক্রিয় ও নানা সময়ে সংস্কারপন্থী ছিলেন, এমন নেতাদের ডাকা শুরু করেছেন তিনি।
সাখাওয়াত হোসেন বকুল অগ্রদৃষ্টি.কম কে বলেন, গত কাল সকালে মহাসচিব আমাকে ফোন দিয়ে ছিলেন সাক্ষাত কারার ব্যাপারে। চেয়ারপারসন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। ‘মাতৃস্নেহে’ ভবিষ্যতের করণীয় তুলে ধরেছেন, দলের জন্য কাজ করতে বলেছেন।
তিনি আরো বলেন, আমি অতীতের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছি। ম্যাডাম বলেছে, আমার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে তিনি খেয়াল রাখবেন। ম্যাডামের সিন্ধান্ত অনুযায়ী কাজ করে যাব। অন্য কোনো দলে যায়নি, কারণ আমি বিএনপিতে আছি, ছিলাম এবং থাকব।
উল্লেখ্য, ২০০৭ সালের ১/১১ সরকারের সময়েই বিএনপির বহিষ্কৃত মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার নেতৃত্বে সংস্কারপন্থীদের পৃথক ঐক্য গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে সংস্কারপন্থীদের কেউ কেউ দলে ফিরলেও অনেকেই বিএনপিকে উপেক্ষিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই