ডেস্ক নিউজ : কক্সবাজারে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া এক দম্পতিকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত ট্যুরিস্ট পুলিশের এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাতে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে বেড়াতে যাওয়া এক দম্পতি এএসআই মাসুদসহ ৩ ট্যুরিস্ট পুলিশ সদস্যের কাছে হেনস্তা হওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা মো. কায়েদে আজম পুলিশ সদস্যদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা নেয়া হয়। (সময়নিউজ.টিভি)