আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কে হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এক যুবককে হাজির করছে ব্রিটিশ পুলিশ। ওই যুবক অত্যাধুনিক বিস্ফোরক দিয়ে লন্ডনের ডাউনিং স্ট্রিটে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে পুলিশ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি নস্যাৎ করে দিয়েছে পুলিশ। গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া দুইজন সন্দেহভাজন সন্ত্রাসী জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে তারা।
দেশটির কাউন্টার টেরোরিজম কমান্ড সদস্যরা উত্তর লন্ডন থেকে নাইমুর জাকারিয়া রহমান (২০) এবং বার্মিংহাম থেকে মোহাম্মদ আকিব ইমরানকে ( ২১) গ্রেপ্তার করেছে। দুই যুবক ডাউনিং স্ট্রিটে বিস্ফোরক দিয়ে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। গত ২৮ নভেম্বর কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের গ্রেপ্তার করে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে মে-র ওপর হামলা ও তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের ধারণা। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন।
হত্যার পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তবে মঙ্গলবার সকালে মে-র মুখপাত্র জানান, ব্রিটেনে গত এক বছরে সন্ত্রাসী হামলার অন্তত ৯টি ষড়যন্ত্র বানচাল করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েই চলছে। মার্চে ওয়েস্টমিনস্টার ব্রিজ এলাকায় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ও পুলিশকে ছুরি মেরে পাঁচজনকে হত্যা করে। মে মাসে ম্যানচেস্টার আরেনায় একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়। জুনে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের গাড়ি ও ছুরি হামলায় ১১ জনের মৃত্যু হয়।